ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব: মির্জা ফখরুল ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ করলেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা পাকিস্তান কে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান গ্রেপ্তার নির্বাচনের পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি ৯ বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপির নেতা সালাহউদ্দিন বৃহস্পতিবারের মধ্যে কোনো পুলিশ যোগ না দিলে ধরা হবে তাঁরা চাকরিতে ইচ্ছুক নন: স্বরাষ্ট্র উপদেষ্টা ইসলামী ব্যাংকের দখল নিয়ে গোলাগুলিতে যারা জড়িত, তাদের ছাড়া হবে না: অর্থ উপদেষ্টা আমি পদত্যাগ করেছি: হাসিনা কক্সবাজারে পর্যটনে ক্ষতি হাজার কোটি টাকা

রাজধানীতে শুক্রবারও বৃষ্টি হতে পারে, খুলনায় তাপপ্রবাহ

  • আপডেট সময় : ১০:০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • ৪৬ বার পড়া হয়েছে

রাজধানীতে দিনভর ছিল তাপপ্রবাহের গরম। বিকেলে শুরু হয় ভারী বৃষ্টি। ১ ঘণ্টায় ৫৫ মিলিমিটার বৃষ্টিতে শহরের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাত নয়টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা যায়। আগামীকাল শুক্রবারও রাজধানীতে বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদেরা বলছেন, মৌসুমি বায়ু হঠাৎ শক্তিশালী হয়ে ওঠায় রাজধানীর আকাশে প্রচুর মেঘমালা তৈরি হয়। বৃষ্টি ঝরিয়ে তা চাঁদপুর, কুমিল্লা ও সিলেটের দিকে চলে যায়। আর মেঘমালার সবচেয়ে বড় অংশটি সিলেটে গিয়ে জড়ো হয়। রাজধানীতে ১ ঘণ্টায় ৫৫ মিলিমিটার বৃষ্টি হওয়ায় মূলত জলাবদ্ধতা তৈরি হয়। এ ছাড়া বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা বাতাসও ছিল।

এদিকে রাজধানীর মিরপুর, কারওয়ান বাজার, উত্তরা, মোহাম্মদপুরের প্রধান সড়ক ও অলিগলির অনেক স্থানে কোথাও কোথাও হাঁটুপানি জমে যায়। বৃষ্টির কারণে রাজধানীর মেট্রোরেল ধীরগতিতে চলতে থাকে। বিকেলে ভারী বৃষ্টি চলার সময় মেট্রোরেল এবং শহরের ছাউনিগুলোতে মানুষ আশ্রয় নেয়। রাজধানীর মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, উত্তরার দক্ষিণ খান ও উত্তর খান এলাকার কোনো কোনো জায়গায় কোমর পর্যন্ত পানিতে ডুবে যায়। ফলে ওই এলাকার বেশির ভাগ মানুষের জীবনযাত্রা থমকে যায়। শহরের বেশির ভাগ সড়কজুড়ে তীব্র যানজট তৈরি হয়।

সিলেট শহরেও অতি ভারী বৃষ্টি হয়েছে আজ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল শুক্রবারও রাজধানীর কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগ ও পাবনায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রংপুর, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেশের বাকি এলাকার কয়েকটি স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, আগামীকাল শুক্রবার এবং আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। বৃষ্টি বেড়ে যাওয়ায় দেশের বেশির ভাগ এলাকা থেকে তাপপ্রবাহ কমে আসতে পারে। তবে শুক্রবার খুলনা ও পাবনায় তাপপ্রবাহ থাকলেও শনিবারের মধ্যে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। যদিও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তি থেকে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে ২০২ মিলিমিটার। দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও যশোরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব: মির্জা ফখরুল

রাজধানীতে শুক্রবারও বৃষ্টি হতে পারে, খুলনায় তাপপ্রবাহ

আপডেট সময় : ১০:০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

রাজধানীতে দিনভর ছিল তাপপ্রবাহের গরম। বিকেলে শুরু হয় ভারী বৃষ্টি। ১ ঘণ্টায় ৫৫ মিলিমিটার বৃষ্টিতে শহরের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাত নয়টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা যায়। আগামীকাল শুক্রবারও রাজধানীতে বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদেরা বলছেন, মৌসুমি বায়ু হঠাৎ শক্তিশালী হয়ে ওঠায় রাজধানীর আকাশে প্রচুর মেঘমালা তৈরি হয়। বৃষ্টি ঝরিয়ে তা চাঁদপুর, কুমিল্লা ও সিলেটের দিকে চলে যায়। আর মেঘমালার সবচেয়ে বড় অংশটি সিলেটে গিয়ে জড়ো হয়। রাজধানীতে ১ ঘণ্টায় ৫৫ মিলিমিটার বৃষ্টি হওয়ায় মূলত জলাবদ্ধতা তৈরি হয়। এ ছাড়া বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা বাতাসও ছিল।

এদিকে রাজধানীর মিরপুর, কারওয়ান বাজার, উত্তরা, মোহাম্মদপুরের প্রধান সড়ক ও অলিগলির অনেক স্থানে কোথাও কোথাও হাঁটুপানি জমে যায়। বৃষ্টির কারণে রাজধানীর মেট্রোরেল ধীরগতিতে চলতে থাকে। বিকেলে ভারী বৃষ্টি চলার সময় মেট্রোরেল এবং শহরের ছাউনিগুলোতে মানুষ আশ্রয় নেয়। রাজধানীর মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, উত্তরার দক্ষিণ খান ও উত্তর খান এলাকার কোনো কোনো জায়গায় কোমর পর্যন্ত পানিতে ডুবে যায়। ফলে ওই এলাকার বেশির ভাগ মানুষের জীবনযাত্রা থমকে যায়। শহরের বেশির ভাগ সড়কজুড়ে তীব্র যানজট তৈরি হয়।

সিলেট শহরেও অতি ভারী বৃষ্টি হয়েছে আজ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল শুক্রবারও রাজধানীর কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগ ও পাবনায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রংপুর, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেশের বাকি এলাকার কয়েকটি স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, আগামীকাল শুক্রবার এবং আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। বৃষ্টি বেড়ে যাওয়ায় দেশের বেশির ভাগ এলাকা থেকে তাপপ্রবাহ কমে আসতে পারে। তবে শুক্রবার খুলনা ও পাবনায় তাপপ্রবাহ থাকলেও শনিবারের মধ্যে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। যদিও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তি থেকে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে ২০২ মিলিমিটার। দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও যশোরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।